রাজনীতি
নয়াপল্টনে বিএনপির গণঅনশন শুরু
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৪
নয়াপল্টনে বিএনপির গণঅনশন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন শুরু করেছে বিএনপি। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় গণ অনশন শুরু হয়েছে। যা দুপুর ২ টা পর্যন্ত চলবে।


ইতিমধ্যে গণঅনশনে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।


গণঅনশনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।


ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. ফরহাদ হালিম ডোনার, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত আছেন।


বিবার্তা/এমই/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com