প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের ৭৭বার কোরআন খতম
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের ৭৭বার কোরআন খতম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ( ২৮ সেপ্টেম্বর) ভিন্নধর্মী এক আয়োজন করেছিল বাংলাদেশ ছাত্রলীগ।


দিনটি উপলক্ষে রাজধানীর মিরপুরের মনিপুর বায়তুল রওশন মাদ্রাসায় চারটি প্রতিষ্ঠানের আড়াই'শ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে ৭৭বার কোরআন খতম করা হয়।


কোরআন খতম শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।


কোরআন খতম ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।


এসময় তিনি বলেন আজ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আমরা একটি মাদ্রাসায় ৭৭বার কোরআন খতমের আয়োজন করেছি, এই ব্যতিক্রম আয়োজনে আড়াইশো জন কোরআনে হাফেজ ৭৭ বার কোরআন খতম করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মন থেকে তারা দোয়া করেছেন, যেন আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ব্যাতিক্রম এ আয়োজনটি বাস্তবায়নে আমি কাজ করেছি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com