শিরোনাম
‘দেশের সকল সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে’
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮
‘দেশের সকল সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সোনার বাংলাদেশ আমাদের সকলের, এই দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে আমাদের সচেতন ছাত্র সমাজকেই কাজ করতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি মো. আল মামুন।


২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার ঝালকাঠি জেলা শাখা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছে সুতরাং দেশের সকল সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে ।


ছাত্ররাই আগামীদিনের ভবিষ্যৎ, তারাই আগামীদিনে এদেশের নেতৃত্ব দিবে। আজকের মেধাবী ছাত্ররাই আগামী দিনের সংসদ সদস্য, মন্ত্রী হবে যদি তারা দেশ ও জাতীয় কল্যাণে কাজ করে। সারাদেশের সাধারণ মানুষের কথা তুলে ধরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি । সারাদেশে জি এম কাদেরের মতো সৎ ও নির্ভীক নেতার আদর্শে নেতৃত্ব তৈরি করলে এদেশে একদিন দুর্নীতি থাকবে না ।


প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন, দেশ সবার আগে, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র হলে আমাদেরকেই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ।


জাতীয় ছাত্র সমাজ ঝালকাঠি জেলার প্রস্তাবিত আহ্বায়ক মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।


এ সময় ঝালকাঠি জেলা জাতীয় পাটির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু , সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আলিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি সোহাগ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মৃধা মিরাজুল ইসলাম রাজ ,পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহিদ হাওলাদার, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধান, ওসমান গনিসহ ঝালকাঠি জেলা জাতীয় সমাজের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


বিবার্তা/এমই/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com