স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজকেও এগিয়ে আসতে হবে: আমিন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫০
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজকেও এগিয়ে আসতে হবে: আমিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নারী সমাজকেও এগিয়ে আসতে হবে।


২৫ সেপ্টেম্বর, সোমবার বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।



প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সবসময় দেশকে দিয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথাপিছু ইনকাম আজ ২৮০০ ডলার, দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে এই সব অর্জনই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। পক্ষান্তরে আজ যারা বিদেশি প্রভুদের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তাদের ভয়াবহ দুর্নীতির কারণে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ৫ বার, ঘরে ঘরে তৈরি হচ্ছিল জঙ্গিবাদ, বিদ্যুৎ সংকটে নিমজ্জিত ছিল দেশের অধিকাংশ এলাকা। তাই আগামী জাতীয় নির্বাচনে সেই অপশক্তিকে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই। নারী সমাজকেও এগিয়ে আসতে হবে।



সভায় আরো বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চরম্বা জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, দফতর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, উপ-দফতর সম্পাদক এমএস মামুন, সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, নুরুল আবছার, বিমল কিশোর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলীম উদ্দিন, নারী নেত্রী শাহনাজ আক্তার ও নারী নেত্রী সাকেরা বেগম প্রমুখ।


বিবার্তা/রাসেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com