বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন দেশের কথায় নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম।
২৪ সেপ্টেম্বর, রবিবার বিকেলে সাভারের আমিনবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এলাকাবাসীর সাথে এক উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন, দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোন নিয়ম নেই বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]