তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: ফখরুল
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৭
তাপসের বক্তব্যে জমিদারি-সন্ত্রাসী ভাব রয়েছে: ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তাতে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’- মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, কে কী বলে সেটা আমাদের দেখার বিষয় না।


তিনি বলেন, তাদের ক্যারেক্টার, তাদের কথাবার্তা বলা সবকিছুতে তারা জমিদারি মনে করে। কিন্তু এগুলোকে আমরা গুরুত্ব দেই না। তারা কি বলল না বলল এতে বাংলাদেশের জনগণের কিছুই আসে যায় না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে।


বিবার্তা /এমই/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com