শিরোনাম
যাত্রাবাড়ীর সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৭
যাত্রাবাড়ীর সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার পতনের একদফা দাবিতে আগামী শুক্রবার যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক জোট ৮-এর এক সমন্বয় ১৮ সেপ্টেম্বর, সোমবার বিকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামপুর থানা বিএনপির সদ্য সাবেক সফল সভাপতি আ ন ম সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।


এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কদমতলী থানা বিএনপির নেতা তরিকুল ইসলাম পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সি. যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সেলিম গফুর, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা, ৪৭নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ৫১নং ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫১নং ওয়ার্ড নেতা মীর্জা আব্দুল খালেক লিটন, ৪৭নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব এস এম মুরাদ (মামুন), ৫৪নং ওয়ার্ডের সাবেক সি. সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজিজ মুন্সী স্বপন, শামীম রেজা, শামীম আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ ওহিদুজ্জামান রিপন, সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক মিয়া, রাকিব তানভীর, সাবেক সহ তথ্য সম্পাদক আব্দুল মান্নান, শ্যামপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ সাঈদ রনি, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, অন্যতম যুগ্ম আহ্বায়ক রাজন মিয়া, অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন রহমান শুভ, আলীয়া মাদ্রাসার ছাত্রদল নেতা শামীমসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, এ জালিম শাহী সরকারের পতন ঘটাতে না পারলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এ সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। জনগণ এ থেকে পরিত্রাণ চায়। আর এ জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। এ আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে রাজপথে শপথ নিয়ে নামতে হবে, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।


বিবার্তা/এমই/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com