এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে সরকার: গয়েশ্বর
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৭
এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে সরকার: গয়েশ্বর
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার এডিস মশার মত মানুষের রক্ত চুষে খাচ্ছে উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের মশা মারার মুরোদ নেই তবে মানুষ মারার মুরোদ আছে। খুন গুম করার মুরোদ আছে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের মুরোদ নেই। মানুষ ডেঙ্গু জ্বরে কাঁপছে, ওষুধ নেই, চিকিৎসা সরঞ্জাম নেই সেদিকে অবৈধ সরকারের নজর নেই। তারা নিষ্ঠুরতা, দুঃশাসনের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করে আজীবন ক্ষমতায় থাকতে চায়। এজন্য মানুষের বাঁচা মরার বিষয়ে তাদের মনোযোগ নেই।


১৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৪টায় নগরীর র‌্যায়েল চত্ত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের শতভাগ ব্যর্থতার প্রতিবাদে ও জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রতিদিন নিষ্পেশিত হচ্ছে অথচ সেদিকে তাদের কোন খেয়াল নেই। ১০ টাকা কেজি চাল খাওয়ানর কথা দিয়েছিলেন এখন ১০ টাকায় এক কেজি ভাতের মাড়ও পাওয়া যায় না। ১৩ বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে না। তারা জনগণের পকেট মারে। ভিক্ষুকের টাকাও চুরি করে। কোটি কোটি টাকা পাচার হলেও পাচার নিয়ে সরকার কোন কথা বলছে না। দেশের উন্নয়ন সরকারের দায়িত্ব-দয়া নয়। পদ্ম সেতু তারা ভিটেবাড়ি বিক্রি করে তৈরি করেনি, করেছে এদেশের জনগণের টাকায় কিন্তু ভাবখানা যেন তাদের টাকায় তৈরি করেছেন। পদ্ম সেতু তৈরি করতে গিয়ে কতটাকা চুরি করেছে একদিন জনগণ তা জানতে পারবে। ব্যাংকগুলো খালি করে ফেলেছে লুটেরা সরকার-কোন ব্যাংক ব্যবসায়ীদের এলসি দিতে পারছে না।


গয়েশ্বর আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী আর্ন্তজাতিক মানের অপরাধী। আর্ন্তজাতিক আদালতে দুর্নীতির জন্য হাজিরা দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। সেই মোগল সম্রাজ্যের মত নিজের চাচাতো-ফুফাতো-মামাতো ভাইবোন, আত্মীয় স্বজনদের দেশের ক্ষমতা ভাগ করে দিয়েছেন। ওনাদের মোগলী সম্রাজ্য এদেশের জনগণ ভেঙ্গে গুড়িয়ে দিবে। সরকার সেলফি নির্ভর হয়ে পড়েছে তারা জনগণ নির্ভর না। সেলফি তুলে পতন ঠেকাতে পারবে না। আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে তা নির্ধারন করবে এদেশের জনগণ।


বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, দেশের মানুষের ক্ষমতা, দেশের মানুষের ভোটাধিকার, দেশের মানুষের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি আন্দোলন করছে।


তিনি সরকার প্রধানকে এডিস রানী উল্লেখ করে বলেন, কাপুরুষ মরে বার বার কিন্তু বীর মরে একবার। জীবন দিয়ে হলেও দেশের শত্রু-জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে শত্রুমুক্ত বাংলাদেশ গড়তে সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। শীঘ্রই এডিস মশার ধ্বংস হবে, শীঘ্রই শেখ হাসিনার পতন হবে, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। চলমান আন্দোলন সফল করতে তিনি খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।


মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ পূর্বক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ. রহমান, সাইফুর রহমান, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, শামসুল আলম, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবীর (ভিপি হুমাযুন). হাফিজুর রহমান মনি, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, এনামুল হক, বিকাশ মিত্র, জাবেদ মল্লিক, হাবিবুর রহমান, দীপক কুমার, ফকরুল আলম, মনিরুজ্জামান মন্টু, আ. রাজ্জাক, শেখ আবদুর রশিদ, চৌধুরী কাওসার আলী, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, আবদুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবীর মিল্টন, জহর মীর, ইলিয়াস হোসেন মল্লিক, নাজির উদ্দিন নান্নু, শেখ আজগর আলী, আহসান উল্লাহ বুলবুল, মোল্লা এনামুল কবির, অ্যাড. মো. আলী বাবু, ওয়াহিদুজ্জামান রানা, শেখ জামাল উদ্দিন, মো. আফসার উদ্দিন, আনসার আলী, সুলতান মাহমুদ, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মুর্শিদুর রহমান লিটন, কাজী শাহ নেওয়াজ নিরু, নাজমুর সাকির পিন্টু, আব্দুর রহমান ডিনো, মো. ইকবাল শরীফ, আরিফ রহমান, তারিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আলী আক্কাস, ফারুক হোসেন, সাইদুজ্জামান খান, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা মাসুদ খান বাদল, রাহাত আলী, জাফরি নেওয়াজ, শামসুল বারিক পান্না, যুবদলের আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শ্রমিক দলের উজ্বল কুমার সাহা, খান ইসমাইল হোসেন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, মোঃ তাজিম বিশ্বাস, তাঁতি দলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রনু, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ প্রমুখ।


সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির নেতৃত্বে অতিথিবৃন্দ ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন। এর আগে কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে র‌্যায়েল চত্ত্বরে উপস্থিত হন এবং বিভিন্ন ধরণের স্লোগান দেন।


বিবার্তা/তুরান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com