স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ নিয়ে ছাত্রলীগের ১০ নির্দেশনা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৮:৫৯
স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ নিয়ে ছাত্রলীগের ১০ নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। শুক্রবার, ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করবে দলটি। তাই সমাবেশ সফল করতে নেতাকর্মীদের জরুরি ১০টি সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে ছাত্রলীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নির্দেশনা ১০টি হলো:


১. সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার ব্যত্যয় ঘটে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।


২. যেকোনো বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ব্যক্তি/ইউনিটের প্রতি তাৎক্ষণিক, চূড়ান্ত ও স্থায়ী সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


৩. সমাবেশে প্রবেশে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।


৪. সমাবেশ স্থলে ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না।


৫. স্বেচ্ছাসেবকদের সরবরাহ করা উপকরণ বাদে পতাকা বা ফেস্টুন নিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে না।


৬. নির্ধারিত সময়ে গেট খুললে শৃঙ্খলার সঙ্গে সমাবেশে প্রবেশ করতে হবে।


৭. সমাবেশ স্থলে একাধিকবার প্রবেশ ও বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে।


৮. শারীরিক যেকোনো সমস্যার ক্ষেত্রে মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে।


৯. সমাবেশ স্থল ও এর আশেপাশে এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকতে হবে।


১০. জনদুর্ভোগ পরিহার করতে হবে এবং অযথা যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে।


উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার ঘোষণা দিলেও অফিস-ডে তে জনদুর্ভোগ ও শিক্ষার্থীদের এইচ এস সি পরীক্ষার কথা বিবেচনা করে ১ সেপ্টেম্বর সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়।


বিবার্তা/রাসেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com