সরকারের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ২০:২৮
সরকারের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংসদ বিলুপ্ত ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর পল্টনে মোড়ে শনিবার (২৯ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)।


রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি প্রতি সংহতি জানিয়ে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে প্রীতম জামান টাওয়ার থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে শেষ হয়।


বিক্ষোভ গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ আন্দোলনে গণঅধিকার বরাবরের মতো মাঠে থাকবে, সামর্থের সবটুকু শক্তি দিয়ে রাজপথে লড়াই করবে।


গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ বলেন, আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারের তাণ্ডব আজ সারা বিশ্ববাসী দেখেছে।


যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, দলমত ভুলে সকলে রাজপথে নেমে আসুন। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবোনা ইনশাআল্লাহ। প্রয়োজনে ঢাকাবাসী যার বাসার সামনে দাঁড়িয়ে আন্দোলন করুন, আপনার ভোটাধিকার পুনরুদ্ধারের আপনিই পুনরুদ্ধার করুন।


এছাড়াও মিছিল উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মুসা, শামসুদ্দিন, গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজিসহ আরো অনেকে।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com