যাত্রাবাড়ীতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:১৮
যাত্রাবাড়ীতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে সতর্ক অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে যাত্রবাড়ী চৌরাস্তা এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন। ইতোমধ্যে যাত্রাবাড়িতে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হয়েছেন। তারা রাস্তার পাশে চেয়ার বসিয়ে অবস্থান নিয়েছেন।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক এলাকায়, বাবুবাজার ব্রীজের পাশে ফুটপাতের পাশে অবস্থান নিয়েছেন। এ অবস্থান কর্মসূচি পুরো দিন চলবে।


সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগ দাবিতে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।


বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা (বিএনপি) ঢাকার প্রবেশমুখে অবস্থান করবেন। আমরা তাহলে আপনাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেব। আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না।


পরে রাতেই দলটির পক্ষ থেকে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। তবে পুলিশ কোনো দলকেই অবস্থান কর্মসূচির অনুমতি না দেয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রতিটি থানা ও ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন।


বিবার্তা/সোহেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com