রাজনীতি
বিএনপিই ক্ষমতায় এসে এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে: সুজিত রায় নন্দী
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ২২:৩৪
বিএনপিই ক্ষমতায় এসে এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে: সুজিত রায় নন্দী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি-জামায়াত এদেশে যতবারই ক্ষমতায় এসেছে ততবারই হত্যাযজ্ঞ চালিয়েছে। যারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো যারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো সেই বিএনপি জামাতের দোষরদেরকে আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে তাদের পরাজিত করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে হবে।


১৮ জুলাই, মঙ্গলবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যতে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আওয়ামী লীগকে আলাদা করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই।


সম্মেলনের উদ্বোধন করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।


সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, মোহাম্মদ আরিফুর রহমান টিটু, সদস্য রাজিবুল হাসান, মজিনুর রহমান মজনু।


প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। স্বাগত বক্তৃতা দেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।


বিবার্তা/সোহেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com