নিবন্ধন পেতে যাচ্ছে নতুন দুটি রাজনৈতিক দল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৪:০৭
নিবন্ধন পেতে যাচ্ছে নতুন দুটি রাজনৈতিক দল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।
১৬ জুলাই, রবিবার বৈঠকে যে দুটি দলকে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে।


ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সব তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নিবন্ধনের জন্য দুটি দলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে।


দলগুলোর বিষয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।


তিনি বলেন, ২৬ জুলাইয়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে কারো কোনো আপত্তি আছে কি না জানা হবে। এরপর আপত্তি নিষ্পত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে অফিস, কমিটি ও আইনগত বিষয় দেখা হয়েছে। এই দুটি দলের ক্ষেত্রে আমাদের জেলা, উপজেলা কমিটি পাওয়া গেছে। প্রাথমিক বাছাইয়ের পর ১২টি দলের মধ্যে ১০টি দলের আবেদন যাচাই করে মাঠ থেকে পাওয়া তথ্যের সঙ্গে গড়মিল পাওয়া গেছে।


তিনি আরও বলেন, যারা আবেদন করেছিলেন সেগুলোর মধ্যে দুটি দলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আপত্তি আসলে শুনানি শেষে সিদ্ধান্ত হবে নিবন্ধন পাবে কি, পাবে না।


বিবার্তা/সানজিদা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com