বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৪:৫২
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিনিয়র নেতাদের মধ্যে অনেকেই এবারের ঈদ নিজ নিজ নির্বাচনি এলাকায় করবেন। নেতারা তৃণমূলে যাচ্ছেন আন্দোলনের বার্তা নিয়ে। তবে দলের স্থায়ী কমিটির অনেকেই ঢাকাতে ঈদ করবেন। ওইদিন সন্ধ্যার পরে দলীয় চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও ছোট ভাই পরলোকগত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথী এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান লন্ডনে ঈদ করবেন।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ঈদের নামাজ আদায় করে বাবা মায়ের করব জিয়ারত করবেন। ঈদের পরদিন ঢাকায় ফিরবেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আছেন। ঈদের নামাজ সেখানে আদায় করবেন তিনি।


স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। ড. আব্দুল মঈন খান গ্রামের বাড়ি ঈদের নামাজ পড়ে ঢাকায় আসবেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বাহিরে ঈদ করবেন। যতটুকু যানা গেছে- লন্ডন হয়ে আমেরিকা যাওয়ার কথা রয়েছে তার। সালাউদ্দিন আহমেদ ভারতে ঈদ করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাহিরে চিকিৎসাধীন।


এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু ঢাকায় থাকবেন। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মোহম্মদ শাহজাহান, মীর নাসির উদ্দিন, আহমেদ আযম খান, অ্যাডভোকেট জয়ানল আবেদীন নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঢাকায় ঈদ করে গ্রামে যাবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ঢাকায় ঈদ করবেন।


দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গ্রামের বাড়ি ঈদ করবেন। খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল ঢাকায় ঈদ করবেন।


সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের নিজ এলাকায় ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামা ওবায়েদ ফরিদপুরে অবস্থান করবেন। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে ঈদ করবেন।


বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বরিশালের গৌরনদী উপজেলায় ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন।


এছাড়া যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা ঈদের নামাজ আদায় করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কারাবন্দি হওয়ায় জেলখানায় ঈদের নামাজ আদায় করবেন।


স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ঢাকায় ঈদ করবেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঈদের দিন ঢাকাতেই থাকবেন এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঈদের দিন দেশের বাইরে অবস্থান করবেন।


ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ঢাকায় ঈদ করবেন এবং সাধারণ সম্পাদক সাইফ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।


বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকায় ঈদ করবেন।


ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করবেন বিএনপি স্থায়ীকমিটি সদস্য ও সিনিয়র নেতারা। ঈদের রাতে স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপার্সনকে শুভেচ্ছা জানানোর কথা রয়েছে।


বিবার্তা/এমই/রোমেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com