বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৯:২৫
বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে: তথ্যমন্ত্রী
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।


১১ জুন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সুষ্ঠু নির্বাচন যারা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে আমরা ওয়াকওভার চাই না, নির্বাচনী খেলায় আপনারা আসুন, আমরা খেলে বিজয় লাভ করতে চাই। আওয়ামী লীগ খেলে আপনাদেরকে গোল দিতে চায়।


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়, বিনয়ের কোনো বিকল্প নেই। কেউ দলের নাম ভাঙিয়ে দল ও সরকারের বদনাম করলে দল তাদের দায়িত্ব নেবে না এবং দলে তাদের কোনো জায়গা হবে না। নতুন কোনো দাবি দাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব উন্নয়ন করেছেন জনগণের কাছে সেটি প্রচার করুন।


নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, ছয় মাস পরে নির্বাচন। নির্বাচনে জয়লাভ করার অন্যতম প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সাংগঠনিক শক্তি। সংগঠন যেখানে শক্তিশালী আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার ক্ষমতা কারো নেই।


উত্তরবঙ্গের কোন কোন জায়গায় জামায়াতে ইসলামীর কিছু কিছু ছোট ছোট ঘাঁটি আছে প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বিএনপিও ঘাপটি মেরে বসে আছে। মির্জা ফখরুল সাহেবের বাড়িওতো উত্তরবঙ্গের ঠাকুরগাঁওতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উত্তরবঙ্গেরই মানুষ, সুতরাং তিনি যেভাবে আজকে আস্ফালন করছেন, যে ভাষায় কথা বলছেন এটি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা তার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি। নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টার আভাস দিচ্ছেন তিনি। তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না, দিতে আমরা পারি না।


বর্ধিত সভার উদ্ধোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক সংস্কৃতি মন্ত্রী নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।


বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমীসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।


বিবার্তা/সুজন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com