‌‘মার্কিন ভিসানীতি এক দলের জন্য করলে আপত্তি আছে’
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১৩:১৫
‌‘মার্কিন ভিসানীতি এক দলের জন্য করলে আপত্তি আছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন ভিসানীতির কারণে বাংলাদেশ অপমানিত হয়েছে। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নেই, শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।


রবিবার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।


জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।


তত্ত্বাবধায় সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।


এ সময় তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আওয়ামী লীগ জনগনের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com