বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিষয়টি জাপা সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ৪ জুন, রবিবার দুপুর সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলাও উপস্থিত ছিলেন।
বৈঠকে কি বিষয়ে আলোচনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বৈঠকের বিষয়ে নিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং বিশেষ দূত মাশরুর মওলাকে ফোন দিলে তারা কল রিসিভ করেননি।
মার্কিন ভিসা নীতি, স্যাংশনের হুমকিসহ বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সময় জিএম কাদেরের এই বৈঠক জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাপা নেতারা।
বিবার্তা/ইলিয়াস/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]