
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, মার্কিন ভিসা নীতি অনাকাঙ্ক্ষিত।
৪ জুন, রবিবার রাজধানীর নিউ ইস্কাটনে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, অবাধ নির্বাচন হবে সেখানে কারো হস্তক্ষেপ আমরা কামনা করি না।
বৈঠকে মুখপাত্র এসময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির সময় দেশে ১৮ ঘন্টা বিদ্যুৎ ছিল না। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো বহুমুখী আন্দোলনে ১৪ দলের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সোহেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]