
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মুক্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় অবস্থান করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, গতকাল বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরছেন। এখনো শারীরিক দুর্বলতা রয়েছে ফখরুল ইসলামের। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।
গত ২৪ মে তৃতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন বিএনপি মহাসচিব।
এর আগে গত বছরের ২৫ জুন করোনা আক্রান্ত হন বিএনপি মহাসচিব। তারও আগে ওই বছরের ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হন তিনি।
বিবার্তা/ইলিয়াস/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]