রাজনীতি
গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:৩৫
গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে গণপরিষদ সদস্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী ২৬ এপ্রিল, বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।


এ উপলক্ষ্যে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কবরাস্থানে মরহুমের কবর জিয়াতর শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আন্জুম পপি।


বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি আব্দুল আউয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হারুণ উর রশিদ।


উল্লেখ্য, আওয়ামী লীগের এক সময়ের বর্ষীয়ান নেতা মরহুম হাতেম আলী মিয়া ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর। তিনি ছিলেন ভাষা সৈনিক। মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৭৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে তিনি বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর করেছেন। এছাড়া তিনি ছিলেন একজন সাংবাদিক ও লেখক।


গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন বিবার্তাকে জানান, ১৯৭১ সালের ৪ মার্চ স্থানীয় শহীদ হারুন পার্ক ময়দানে এক জনসভায় হাতেম আলী মিয়া সহকর্মীদের নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশে প্রথম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ভাষা আন্দোলন, গণঅভুত্থান, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি একাধিকবার কারাবরণও করেন।


বিবার্তা/হুমায়ুন/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com