অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৪৮
অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আতিকুর রহমান। গত ২৮ মার্চ বিদিশা সিদ্দিকসহ চারজনকে আসামি করে গাইবান্ধা আমলি আদালতে (সদর) মামলাটি করেন তিনি। অপহরণ, নির্যাতন ও অস্ত্রের মুখে স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগে এই মামলাটি দায়ের করেন বলে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানান তিনি।


বিদিশা সিদ্দিক ছাড়া মামলার বাকি তিন আসামি হলেন বিদিশার সহযোগী মোরশেদ মঞ্জুর, আনিছ ও শাহজাদা।


আতিকুর গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।


সংবাদ সম্মেলনে আতিকুর লিখিত বক্তব্যে বলেন, বিদিশা ও তার লোকজন ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকার গুলশানের একটি বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন চালান। এ সময় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩০ থেকে ৩৫টি ১০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে সই করিয়ে নেন। এ ছাড়া তার কাছে থাকা টাকা, মোটরসাইকেলের চাবি, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড ও সই করা ব্যাংকের চেকের পাতা ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে ছেড়ে দেয়ার কথা বলে একে একে তার ভাই মো. আসাদুজ্জামান ও বাবা মোহাম্মদ আলী সরকারকে ঢাকায় ডেকে নেয়া হয়। তাদের দুজনকেও আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে আতিকুর দাবি করেন।


বাদীপক্ষের আইনজীবী নওশাদুজ্জামান বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছেন। আদালতের বিচারক উপেন্দ্র চন্দ্র দাস গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমানকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।


এ বিষয়ে ওসি মো. মোখলেছুর রহমান বলেন, আদালত থেকে তদন্তের দায়িত্ব তাকে দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তিনি লিখিত কোনো নির্দেশনা পাননি।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com