
গ্যাস, বিদ্যুৎসহ নিত্য পণ্যের মূল্যের উদ্বগতিসহ ১০দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। ১ এপ্রিল, শনিবার দুপুরে শহরের সরকারি কলেজের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক স্বপন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান কচিসহ জেলা বিএনপির নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি বলেন, আমাদের ১০দফার দাবির অন্যতম দাবি দেশ নেত্রী খালেদার মুক্তি। লাখো লাখো মামলা প্রত্যাহার। স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেছে। দেশের মানুষ যত ভাল থাকার কথা ছিল তার কাছেও নাই।
বিবার্তা/নিয়ামুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]