শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে ব্যাংক বন্ধ হয় না: আমিনুল
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৯:৩২
শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে ব্যাংক বন্ধ হয় না: আমিনুল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। আমেরিকা, সুইজারল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা ইউরোপ আমেরিকা সেই তুলনায় বাংলাদেশ আজ যে অনেক ভালো আছে তার কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন।


কৃষক রত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি জামাত আমলে সংঘটিত কৃষক হত্যা দিবস উপলক্ষে আজ বিকেলে সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত এক কৃষক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।


তিনি আরও বলেন, শেখ হাসিনাই আমাদের সাহস, তিনিই আমাদের অনুপ্রেরণা। আধুনিক,উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারও নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থ বারের মত বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করার জন্য সবার প্রতি আহবান জানান। সমাবেশ শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন।



উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি আতাউল করিম আতিক, সাধারণ সম্পাদক।


সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় বক্তব্য রাখেন এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, এডভোকেট প্রদীপ দাশ, মোহাম্মদ শাহজাহান, নুরুল আবছার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com