
বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ২০ মার্চ, সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি আয়োজিত 'রোহিঙ্গা প্রত্যাবাসন' শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু- একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশ প্রীতির কারণে।
ভারতের সীমান্তে কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই সরকার (আওয়ামী লীগ) বলছে- ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।
আমরা এখনো স্বাধীন নই মন্তব্য করে হাফিজ বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না- তাদের কাছ থেকে জনকল্যাণমূলক ও দেশের স্বার্থে কোন কিছু আশা করা যায় না। আয়োজক সংগঠনের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ূম, জাসদের সহ-সভাপতি এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল প্রমুখ।
বিবার্তা/কিরণ/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]