শিরোনাম
সমাবেশে ছাত্রদলের দু'গ্রুপে মারামারি-হাতাহাতি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৫:৫৩
সমাবেশে ছাত্রদলের দু'গ্রুপে মারামারি-হাতাহাতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। এই সমাবেশে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে তিন দফা মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ১৮ মার্চ, শনিবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটেছে।


সরেজমিনে দেখা গেছে, বেলা ২টার দিকে বসাকে কেন্দ্র বাংলা কলেজ ও ঢাকা কলেজ ছাত্রদলের কর্মীদের মধ্যে এক দফা মারামারি ও হাতাহাতির ঘঠনা ঘটে। এরপরে বিকলে পৌনে ৩টার দিকে আরো দফা মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশ বিএনপি নেতা আবদুন সালাম, আহমেদ আজম খান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত আছেন।


বিবার্তা/কিরণ/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com