বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৪
বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স : ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) আশুলিয়ার জিরাবো এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।


অনুষ্ঠানে জিরাবো উচ্চ বিদ্যালয়, জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ, জিরাবো সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিরাবো জয়গুননেছা জামিয়াতুল উলুম মাদ্রাসা ও আশুলিয়ার ইয়ারপুরের তৈয়বপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না। যেই দুর্নীতি করবে তাকেই আইনের আওতায় আনা হবে।


এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী,সরকারী কর্মকর্তারা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জবা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com