রাজধানীতে বিএনপির পদযাত্রা স্থগিত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮
রাজধানীতে বিএনপির পদযাত্রা স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।


এমরান সালেহ প্রিন্স জানান, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভুমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।


পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রিন্স।


বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ হয়ে কমলাপুর-আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা মোড়-পুরানা পল্টন-প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


বিবার্তা/কিরণ/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com