‘দেশে বাকশালী শাসন কায়েম করেছে সরকার’
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৯
‘দেশে বাকশালী শাসন কায়েম করেছে সরকার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার গণতন্ত্র হত্যা করে দেশে বাকশালী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।


বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ এ মন্তব্য করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।


সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সরকার গণতন্ত্র হত্যা করে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আধিপত্যবাদের পৃষ্ঠপোষকতায় আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছেন। তাই সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট দেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।


সমমনা গণতান্ত্রিক জোটের সহকারি সমন্বয়কারী অ্যাড. মাইনুদ্দিন মজুমদার বলেন, ভোট ডাকাতির সরকারের পতন এখন অনিবার্য হয়ে উঠছে। জনগণ রাজপথে নেমে এসেছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মৃধা, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাড়াও বাংলাদেশের সাধারণ সম্পাদক আল-আমিন, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি জিএম মুজিবুর রহমান সবুজ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম, দেশরক্ষা মানুষ বাচাঁও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুক সেলিম প্রমুখ।


বিবার্তা/কিরণ/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com