ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।


৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল সোয়া ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। একইসময়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংগঠনটির দলীয় সংগীত পরিবেশন করা হয়।


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এরআগে মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা ৬ জানুয়ারি হবে বলে জানানো হয়।



এ সময় সাদ্দাম বলেন, ঢাকা শহরের জ্যাম, শিক্ষার্থীদের পরীক্ষাসহ নানা বিষয় মাথায় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা আমরা আগামী ৬ জানুয়ারি (শুক্রবার) দুপুর আড়াইটায় করবো।


এছাড়া ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।


উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ গঠন করেন।


বিবার্তা/সাইদুল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com