চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ২৩:২৮
চট্টগ্রাম মোংলা ও পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


শনিবার (৫ আগস্ট) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক পূর্বাভাসে এ কথা বলা হয়।


পূর্বাভাসে বলা হয়েছে,সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী,আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাইকংশ, সোমেশ্বরী ও যাদুকাটা নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।


অন্যদিকে,আবহাওয়ার তথ্যানুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা ও এর কাছাকাছি উজানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময় মুহুরী,ফেনী,হালদা,কর্ণফুলী,সাঙ্গু এবং মাতামুহুরী নদীসহ এই অঞ্চলের প্রধান নদ-নদীর পানি সমতল বাড়তে পারে।


দেশের ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৫৫টি নদীর পানি সমতল বেড়েছে, ৪৫টি স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ৯টি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।


এদিকে, ব্রক্ষ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com