
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আসিস বনিক (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। ১১ মার্চ, শনিবার বিকেলের দিকে অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কারারক্ষী মোহাম্মদ রিয়াজ বিবার্তাকে বলেন, এদিন বিকেলের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন সে কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। তার নাম্বার ৪৯৮২৫/২৩ সে কোন মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি। কারাগার থেকে সরিসরি নথিপত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]