
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বিএসবি) ড. সীমা হামিদ বলেছেন, নতুন প্রজন্মের জন্য সজুব পৃথিবী আমাদের অঙ্গীকার।
সমগ্র বাংলাদেশকে মুজিব বর্ষের অঙ্গীকার পূরণে সবুজের সমারহে ভরিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিলেটের জৈন্তা উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাঁধন সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে ‘যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমা হামিদ আরো বলেন, সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি গ্রাম থেকে স্বেচ্ছাসেবী তৈরি করা হয়েছে, যারা আগামী এক যুগব্যাপী সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে যুক্ত থাকবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষ রোপণ অপরিহার্য। দেশের আনাচে-কানাচে বৃক্ষ রোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। শিশুদের গাছের প্রতি ভালোবাসা জাগ্রত করার উদ্যোগ নেয়া প্রয়োজন।
অনুষ্ঠানে স্কুলের প্রধানশিক্ষকসহ জৈন্তা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]