শিরোনাম
ইলেকট্রনিক পাইরেসি প্রকাশনাশিল্পের মৃত্যু ডেকে আনবে
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭
ইলেকট্রনিক পাইরেসি প্রকাশনাশিল্পের মৃত্যু ডেকে আনবে
সাঈদ আল-সুরাইহি
প্রিন্ট অ-অ+

এ কথা স্বীকার করতেই হবে যে, সবাই না-হলেও আমাদের বেশিরভাগই কোনো ইলেকট্রনিক বই ডাউনলোড করতে দ্বিতীয়বার চিন্তা করে না। বইটির জন্য কোনোরকম মূল্য পরিশোধ না-করেই আমরা পাইরেটেড বই আছে এমন একটি ওয়েবসাইটে ঢুকে পড়ি এবং একটি বাটন টিপেই একটি বই ডাউনলোড করে ফেলি।


এ অকাজটি করে আমরা যে শুধু ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস লঙ্ঘন করলাম তা-ই নয়, একই সাথে পাইরেসি অপরাধের সহযোগীও হয়ে গেলাম।


পাইরেসি প্রকাশনাশিল্পের অপরিমেয় ক্ষতি করে থাকে। একটি বই ছাপানোর সব ব্যয় একজন প্রকাশক বহন করে থাকেন। সেই বইয়ের বিক্রি থেকে রয়্যালটি পান লেখকেরা। সেই বইটি ইলেক্ট্রনিক্যালি পাইরেটেড হওয়া মানে হলো, বইটির ছাপা কপিগুলো প্রকাশকের অফিস ও গুদামে অবিক্রিত পড়ে থাকা। বইগুলোর বিক্রি তখন মন্থর হয়ে আসবে আর প্রকাশককেও তাঁর পুঁজি উঠে আসার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে।


এরকম চলতে থাকলে প্রকাশকরা একসময় নতুন বই প্রকাশ করা বন্ধই করে দেবেন। আর এভাবে ইলেকট্রনিক চোরচোট্টাদের হাতে আমাদের প্রকাশনাশিল্পের মৃত্যু ঘটবে।


সউদি গেজেট থেকে অনুবাদ : হুমায়ুন সাদেক চৌধুরী


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com