শিরোনাম
১০৫’এ এসএমএস করে জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১২
১০৫’এ এসএমএস করে জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাচ্ছেন।


ইসি আইসিটি শাখা জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন। শনিবার বেলা ১টা থেকে এ সুবিধা চালু হবে।


ইসির সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধা শনিবার দুপুর ১টার পর থেকে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন।


এসএমএস করার নিয়ম:


যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।


এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।


যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com