শিরোনাম
নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আছে: সিইসি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫
নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আছে: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে; আশা করি ভোট সুষ্ঠু হবে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি- নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।


মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


সিইসি বলেন, ১৪ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। এত বড় একটা নির্বাচনে এগুলোকে উড়িয়ে দেয়া যায় না।


তিনি বলেন, সব দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি কমিশনের নিয়ন্ত্রণের বাইরে নয়। হয়তো সংঘাত হচ্ছে বা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে। সবাই নির্বাচন আচরণবিধি মেনে চললে নির্বাচন সুষ্ঠু হবে।


আচরণবিধি মেনে চলতে, নিয়ম কানুন মেনে চলতে সবার প্রতি আহবান জানান সিইসি নূরুল হুদা।


জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় নির্বাচন কমিশনাবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com