শিরোনাম
ইভিএম ব্যবহার নিয়ে সিদ্ধান্ত আজ, ইসির বৈঠক বিকেলে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১১:৫৬
ইভিএম ব্যবহার নিয়ে সিদ্ধান্ত আজ, ইসির বৈঠক বিকেলে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।


প্রধান নির্বাচন কমিশনার (সিইমি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে শনিবার বিকেল ৩টার দিকে কমিশনের এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।


বৈঠকে ‘একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে ভোটকেন্দ্র নির্ধারণ’ এবং ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিতকরণ’ শীর্ষক দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে।


কমিশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন ও শহরভিত্তিক ৫০টি আসনের কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হদে পারে। এক্ষেত্রে প্রাথমিকভাবে ৪৮টি আসন নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোর এক থেকে ১০টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। অবশ্য বেশিসংখ্যক আসনে না গিয়ে একটি আসনের সবগুলো কেন্দ্রেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্তও আসতে পারে।


তবে জাতীয় ঐক্যফ্রন্টসহ বেশ কিছু রাজনৈতিক দল আসন্ন এ নির্বাচনে ইভিএম ব্যবহারে তীব্র আপত্তি জানিয়েছে।


জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আইনি ভিত্তি দিয়ে গত ৩০ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। পরে তা মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পর ৩১ অক্টোবর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি আইনি ভিত্তি পেয়েছে।


সিইসি শুক্রবার এক অনুষ্ঠানে বলেছেন, আমরা সংসদ নির্বাচনে ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। কত আসনে কীভাবে ইভিএম ব্যবহার হবে, সেটা এখনো ঠিক করিনি। শনিবার মিটিং হবে, সেদিন এটা পরিষ্কার হবে।


এর আগে স্থানীয় পর্যায়ের নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ইভিএম ব্যবহার করতে যাচ্ছে ইসি। তফসিল ঘোষণার সময় সিইসি বলেছিলেন, শহরাঞ্চলের কিছু ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।


এরই মধ্যে ঢাকাসহ সব বিভাগীয় শহরে ইভিএম প্রদর্শনী করেছে ইসি। সিইসি বলেছেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে অন্তত ৫/৬ দিন আগে মানুষকে বুঝাতে হবে। দেখাতে হবে কীভাবে ভোট দেয়া হয়। ভোটারদের বুঝাতে হবে।


নির্বাচন কমিশন এ পর্যন্ত ৩৫০টি ইভিএম কিনেছে। প্রায় দুই লাখ টাকা মূল্যে একেকটি ইভিএম মেশিন কিনতে কমিশনকে মোট সাত কোটি টাকা খরচ করতে হয়েছে। আর ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার ৮২৯ কোটি সাত লাখ টাকার প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে নির্বাচন কমিশন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com