শিরোনাম
‘৬ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার’
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ১৭:০৯
‘৬ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার ৩৬ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন আমন চাল (সিদ্ধ) সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।


রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


কামরুল ইসলাম বলেন, এ বছর প্রতি কেজি সিদ্ধ আমন চালের সংগ্রহ দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৩৬ টাকা। আমরা দেখেছি এবার প্রতি কেজি চাল উৎপাদনে সর্বোচ্চ খরচ হবে ৩৪ থেকে ৩৫ টাকা। এরপর পরিস্থিতি বুঝে প্রয়োজনে আরও ২ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন সংগ্রহ করা হতে পারে।


খাদ্যমন্ত্রী জানান, এ বছর দেশে ১২ লাখ ১৮ হাজার মেট্রিক টন খাদ্য শস্য সংগ্রহে আছে। এ সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে পরবর্তী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিনমাস।


কামরুল ইসলাম বলেন, বর্তমানে চালের বাজার দর অনেক কম। বর্তমানে বাজারে ৩৩ থেকে ৩৪ টাকা দরে চাল পাওয়া যাচ্ছে। এ জন্য আমরা ৩৬ টাকা দরে চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com