শিরোনাম
সব কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়: ইসি মাহবুব
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ২২:১৯
সব কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়: ইসি মাহবুব
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে সেনা মোতায়েন হবে। প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েন আমাদের পক্ষে সম্ভব হবে না।


শুক্রবার ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সেনা মোতায়েন হবে। এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই সেনা মোতায়েন ছিল। এবার অতীতে সেনা মোতায়েনের ফলাফল বিশ্লেষণ করে এবার সেনাবাহিনীকে কীভাবে ব্যবহার করব সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করব। এখনো সে আলোচনা হয়নি।’


মাহবুব তালুকদার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েন আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু সেনাবাহিনীকে আমরা যেভাবে রাখব তাতে কোনো একটা জায়গায় যদি আমরা মনে করি যে সেখানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দরকার তাহলে তারা যেন ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে পারেন। এমন একটা অবস্থা আমরা তৈরি করব।’


নির্বাচন কমিশনার বলেন, 'কতগুলো প্রশাসনিক অসুবিধা আছে। সাংবিধানিক কিছু অসুবিধাও দেখা দিয়েছে। কাজেই নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই নির্বাচন কমিশনের ফাইনাল ডিসিশন।’


বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ‘বিএনপির মহাসচিবের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে পদক্ষেপ নেওয়া হবে।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com