শিরোনাম
‘শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সব তথ্য অনলাইনে আসছে’
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ২০:৪৮
‘শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সব তথ্য অনলাইনে আসছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য অনলাইন ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সম্প্রসারিত লাইব্রেরি উদ্বোধনকালে এ কথা বলেন। লাইব্রেরিতে তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারও উদ্বোধন করেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাতথ্য ব্যবস্থাপনায় ’ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আইডি নাম্বার থাকবে।


তিনি বলেন, ব্যানবেইস শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যানবেইস লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও ক্লিপিংস রয়েছে। যা গবেষকদেরও কাজে লাগবে। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ থেকে আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে পাঠকরা জানতে পারবেন।


ব্যানবেইস ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com