শিরোনাম
ইভিএম'র কথা পম্পেওকে জানালেন শেখ হাসিনা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৫
ইভিএম'র কথা পম্পেওকে জানালেন শেখ হাসিনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সরকারের পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন।


পম্পেও শুক্রবার নিউইয়র্কে গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী ইভিএম ব্যবহারের মতামত ব্যক্ত করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।


বৈঠক শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বৈঠককালে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমি বলেছি, আমরা চাই, এভিএমটা ব্যবহার হোক।


তিনি বলেন, তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং রোহিঙ্গা ইস্যু ও নির্বাচন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।


প্রধানমন্ত্রী আরো বলেন, কাউন্টার টেররিজমের ক্ষেত্রে আমরা যে সহযোগিতা করে যাচ্ছি এবং আমাদের অনেকে যে এখানে ট্রেনিং পাচ্ছে- সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।


প্রধানমন্ত্রী বর্তমানে ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন।


স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর ঢাকায় পৌঁছবেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com