শিরোনাম
দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষোভ ঘরমুখো মানুষের
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১২:৩২
দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষোভ ঘরমুখো মানুষের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদযাত্রার দ্বিতীয় দিনে আজ শনিবার শিডিউল বিপর্যয়ে পড়েছে একাধিক ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। ট্রেন দেরিতে ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।


ঈদযাত্রার দ্বিতীয় দিনেই প্রায় প্রতিটি আন্তঃনগর ট্রেন এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। শনিবার বেলা ১১টা পর্যন্ত ১০টি ট্রেন ছেড়ে যায়। স্টেশন ছাড়তে প্রতিটি ট্রেনের দেরি হয়। বেশি বিলম্ব হয় উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর ক্ষেত্রে।


গত ৯ আগস্ট যারা ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেনে তারা আজ তারা বাড়ি ফিরছেন। সকাল থেকেই কমলাপুরে ঘরমুখো যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ কমলাপুর থেকে ৬৮টি ট্রেন ছেড়ে যাবে।


এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেন দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে দেরিতে কমলাপুর ছেড়েছে।


এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, কোনো ট্রেন দেরিতে ছাড়ছে না। তবে ধূমকেতু, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস দেরিতে কমলাপুর স্টেশনে আসায় যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। আমরা সব সময় চেষ্টা করছি যাতে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় না হয়।


আজ ট্রেনের বিলম্ব বিষয়ে তিনি বলেন, তেজগাঁওয়ে একটি ট্রেনে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল, যার প্রভাব অন্য ট্রেনগুলোর ওপর পড়েছে। এ কারণে ট্রেনগুলো কমলাপুর থেকে বিলম্বে ছেড়ে গেছে।


দিনের প্রথম আন্তঃনগর ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় ৭টায়। খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় সকাল ৮টায়। দিনাজপুর চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও ৯টা ৪৫ মিনিটেও স্টেশনে দাঁড়ানো ছিলো।


দিনের প্রথম ঈদ স্পেশাল ট্রেন লালমনি এক্সপ্রেস ৯টা ১৫মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটা ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে ১০টা ৫৫ মিনিটে।


অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। টিকিটবিহীন সবাইকে বের করে দেয়া হচ্ছে।


স্টেশনে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব), পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। যাত্রীদের তথ্য দিয়ে সহযেগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com