শিরোনাম
শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী কর্মসূচি
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ২১:৩৯
শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী কর্মসূচি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-


পুষ্পস্তবক অর্পণ:
জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্ট সকাল ৭.০০ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।


কুরআনখানি ও মিলাদ মাহফিল:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল ৮.৩০ টায় রাজধানীর বনানী কবরস্থানে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৯.৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি শুরু হয়ে সকাল ১০.০০ টায় মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।


বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা:
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম’ এবং ‘ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল ১৫ আগস্ট সকাল ১১.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


৭১ হাজার ১৯টি স্থানে আলোচনা সভা, কুরআনখানি ও মিলাদ মাহফিল:
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়, ৬৪টি বিভাগীয়/জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ১৯টি ইবতেদায়ী মাদ্রাসা, ইমাম প্রশিক্ষণ একাডেমীর ৭টি কেন্দ্র, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ৫৫০টি উপজেলা/জোনের মডেল রিসোর্স সেন্টার, ১৫০০টি সাধারণ রিসোর্স সেন্টার, ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষা কেন্দ্র এবং ১০১০টি দারুল আরকমা ইবতেদায়ী মাদ্রাসাসহ সারাদেশে ৭১ হাজার ১৯টি স্থানে ১৫ আগস্ট সূর্র্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা, হামদ নাত, মিলাদ মাহফিল, দোয়া, তবারক বিতরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে কুরআনখানি, মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে।


‘ইসলাম ও বঙ্গবন্ধু’ শিরোনামে আলোচনা অনুষ্ঠান:
‘ইসলাম ও বঙ্গবন্ধু ’ শিরোনামে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টুডিও থেকে ধারণকৃত ৩১ পর্বের আলোচনা অনুষ্ঠান পুরো আগস্ট মাস জুড়ে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, বুদ্ধিজীবী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ আলোচনা করেন।


মাসিক অগ্রপথিক ও সবুজপাতা-এর জাতীয় শোক দিবস সংখ্যা প্রকাশ:
জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা মাসিক ‘অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’ পত্রিকায় জাতীয় শোক দিবস বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।


চিকিৎসা সেবা:
ইসলামিক মিশন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণের মাধ্যমে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর চত্বরে পনেরো আগস্ট সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হবে।


হিফযুল কুরআন ও রচনা প্রতিযোগিতা:
উপজেলা ও জেলা ও পর্যায়ে হিফযুল কুরআন ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হিফয প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ: ১-১০ পারা (বয়স অনুর্ধ ১২), ‘খ’ গ্রুপ: ১-২০ পারা (বয়স অনুর্ধ ১৬) ও ‘গ’ গ্রুপ: ১-৩০ পারা (বয়স অনুর্ধ্ব ২০)। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী- রচনা: আমার প্রিয় বাংলাদেশ (৩০০ শব্দের মধ্যে), ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী- রচনা: দেশপ্রেম ঈমানের অঙ্গ (১০০০ শব্দের মধ্যে), ‘গ’ গ্রুপ নবম থেকে দশম শ্রেণী- রচনা: ইসলাম প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান (২০০০ শব্দের মধ্যে) এবং ‘ঘ’ গ্রুপ সকলের জন্য উন্মুক্ত- রচনা: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম (২৫০০ শব্দের মধ্যে)। এছাড়া স্বরচিত হামদ-নাত, ছবি অংকন, ক্বিরাত প্রতিযোগিতা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হবে।


শুক্রবার বাদ জুম’আ বিশেষ দোয়া ও মোনাজাত:
১৭ আগস্ট শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে বাদ জুম’আ বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com