শিরোনাম
‘তথ্যপ্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা’
প্রকাশ : ১০ আগস্ট ২০১৮, ২০:৩৮
‘তথ্যপ্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।


রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে শুক্রবার ‘জাতীয় শোক দিবস ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে ভূমিমন্ত্রী বলেন, যারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।


মন্ত্রী বলেন, একটি অশুভ মহল তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এ দেশের শান্ত পরিবেশকে বিঘ্নিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এরা ষড়যন্ত্রকারী। জনগণকে ক্ষেপিয়ে তোলার এটা কোনো কৌশল হতে পারে না। যারা এ ধরনের কাজ করছে জনগণ তাদের ছেড়ে দিবে না।


অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।


বিবার্তা//সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com