শিরোনাম
স্কুল বন্ধ, ইউনিফর্ম পরেই রাস্তায় শিক্ষার্থীরা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১২:৪২
স্কুল বন্ধ, ইউনিফর্ম পরেই রাস্তায় শিক্ষার্থীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীকে বাসচাপায় ‘হত্যার’ বিচারসহ নয় দফা দাবিতে আজ বৃহস্পতিবারও পঞ্চম দিনের মতো রাজধানীর স্কুল কলেজের ইউনিফর্ম পরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।


টানা বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখার নির্দেশ দিলেও বৃষ্টির মধ্যেই তারা রাস্তায় নামে।


সকাল থেকে রাজধানীর অন্তত ২০টি পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে বলে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। ফলে গত তিন দিনের মতই ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।



মহাখালী, মগবাজার, শাহবাগ, রামপুরা, ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, খিলগাঁও, মালিবাগ, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আগের দিনের মতোই মিছিল করছে এবং গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছে।


উত্তরার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড অবরোধ করেছে পাইওনিয়ার কলেজ, আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন গাড়ি থামিয়ে লাইসেন্স আর কাগজপত্র চেক করছে। এ এলাকার সড়কে বিআরটিসির বাস ছাড়া কোনো বাস চলাচল করছে না।


এদিকে শাহবাগ মোড়ের সড়কে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিতে শুরু করে। বেলা ১১টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যেই তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বৃত্ত তৈরি করে। অন্যদিনের মতো তারা যান চলাচল বন্ধ করেনি। রিকশা ও বাসগুলোকে তারা এক লাইনে যাতায়াতের জন্য নির্দেশনা দিচ্ছে।



শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস; ছাত্র-পুলিশ ভাই ভাই, নিরাপদ সড়ক চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্মিলিত ছাত্রী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।


বিক্ষোভকারীদের অধিকাংশের পরনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম ছিল। তবে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকে এসেছে সাধারণ পোশাকে।


এদিকে বৃহস্পতিবার ছেলেমেয়ে বিক্ষোভে গেলে টিসি দিয়ে দেয়া হবে- স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এমন এসএমএস পাওয়ার কথাও জানান কয়েকজন অভিভাবক। কিন্তু ফেসবুকে আন্দোলনকারীদের বিভিন্ন গ্রুপ থেকে নিষেধ না মেনেই রাস্তায় থাকার ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টার পর বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীদের বিক্ষোভ অবরাধের খবর আসতে থাকে।



প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাঁ-পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com