শিরোনাম
‘দুর্নীতিপরায়নদের শাস্তি নিশ্চিত করতে হবে’
প্রকাশ : ২৬ জুলাই ২০১৮, ২১:৫২
‘দুর্নীতিপরায়নদের শাস্তি নিশ্চিত করতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতিপরায়নদের শাস্তি নিশ্চিত করতে হলে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম বিশ্বমানের হতে হবে।


প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হলে অভিযোগের সঠিক অনুসন্ধান ও তদন্তের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।


বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকল্পে কনসালটেন্ট প্রতিষ্ঠান টেকনোহেভেন-পিএমটিসি জেভি এর কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদকের সাবেক কমিশনার আবুল হাসান মনযুর মান্নান, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মুনীর চৌধুরী, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান,মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী, এডিবির প্রতিনিধি ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।


দুদক চেয়ারম্যান বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তাদের পাশাপাশি উর্ধ্বতন তদারককারী কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোপরি কর্মস্পৃহা দিয়ে সঠিকভাবে মামলার তদারকি সম্পন্ন করতে হবে।


তিনি বলেন, উর্ধ্বতন তদারক কর্মকর্তাদের দায়িত্ব শুধু অধীন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ নয়, তাদের মূল দায়িত্ব অধীনস্থদের দৈনন্দিন প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান বিধি বিধানের আলোকে পরামর্শ প্রদান করে অনুসন্ধান বা তদন্তের গুণগত মানের ইতিবাচক পরিবর্তন সাধন করা।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com