শিরোনাম
তিন সিটিতে ভালো নির্বাচন হবে : এইচ টি ইমাম
প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ২২:২০
তিন সিটিতে ভালো নির্বাচন হবে : এইচ টি ইমাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ভালো হয়েছে। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনেও নির্বাচন ভালো হবে।


বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


এর আগে তিন সিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার পরিষদ মনোনয়ন বোর্ডের সদস্য রশিদুল আলম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার। তিন সিটি নির্বাচন নিয়ে ইসির আইন শৃঙ্খলা বৈঠকের ঠিক এক ঘন্টা আগে এ বৈঠক হয়।


বৈঠক শেষে এইচটি ইমাম বলেন, খুলনা ও গাজীপুরের নির্বাচন নিয়ে নানামুখী অপপ্রচার হচ্ছে। গাজীপুর কিংবা খুলনায় অনিয়মের কথা বানানো হয়। গাজীপুর নিয়ে ইডব্লিউজি যে কথা বললো, তার ওপর ভিত্তি করে মার্কিন রাষ্ট্রদূত যে কথা বললেন, এটা কোনো তর্কে বা পরিসংখ্যানে টেকে না। আমরা হিসেব করে দেখেছি তাদের হিসেবেই ৪ দশমিক ৩ শতাংশ জায়গায় অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের কাছে তথ্য নিয়েছি। ১১ লাখ ৩৬ হাজারের মধ্যে মাত্র দুইজন ভোটার ভোট দিতে পারেননি।


তিনি বলেন, পরিসংখ্যান নিয়ে নানা রকম খেলা, অপচেষ্টায় নির্বাচন কমিশনকে হেয় করলে আমরা ছোট হই, জাতি ছোট হয়। আশেপাশের অন্য দেশের স্থানীয় নির্বাচনে যা হয়। পশ্চিমবঙ্গে ১৪ জন মারা গেছে। খুলনা, গাজীপুরে কোনো রকম মারামারি হয়নি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com