শিরোনাম
শনিবার থেকে হজ ফ্লাইট শুরু
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ২১:৩৯
শনিবার থেকে হজ ফ্লাইট শুরু
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট শনিবার থেকে শুরু হচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সওদি আরবের জেদ্দায় রওয়ানা হবে।


গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার একশ ২৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।


এখন দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে এসে হজযাত্রীরা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন। স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তারা। সেখানে প্রয়োজনীয় কাগজপত্রসহ হজযাত্রী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।


সরকারি বেসরকারি মিলে এখন পর্যন্ত ৩১ হাজার ১৯ জনের হজ ভিসা হয়েছে। ঢাকার সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা আছে ৫০ হাজারের মতো।


শনিবার বিমানের আরও তিনটি হজ ফ্লাইট সৌদি আরব যাবে। এছাড়া সাউদিয়ার রয়েছে আরো ৪টি ফ্লাইট।


এদিকে হজযাত্রী পরিবহনে তিন বছরের অভিজ্ঞতা না থাকলে কোনও এয়ারলাইন্স কার্যক্রমে অংশ নিতে পারবে না এমন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশ বিমান। তাদের লিজ নেয়া দুটি বিমানই নিষেজ্ঞায় পড়েছে। তারপরও এখন পর্যন্ত কোনও সংকট নেই হজ ফ্লাইট নিয়ে।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com