শিরোনাম
দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর
প্রকাশ : ২৭ জুন ২০১৮, ১৬:২৩
দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। ২০১৬ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। সে হিসেবে এক বছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন।


রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে বুধবার ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস, অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস।


পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক সমৃদ্ধি অর্জন করছি। এর ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। এখন গড় আয়ু ৭২ বছর।


পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com