শিরোনাম
সংসদের বাজেট অধিবেশন শুরু
প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১৩:০০
সংসদের বাজেট অধিবেশন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশন আজ মঙ্গলবার শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১৪ মিনিটে এ অধিবেশন শুরু হয়।


জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে।


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার সংসদে পেশ করবেন। এই অধিবেশনেই বাজেট পাস হবে।


অধিবেশনের শুরুতে স্পিকার সকল সংসদ সদস্যসহ দেশবাসীকে রোজার শুভেচ্ছা জানিয়ে বাজেটেরে ওপর সংসদ সদস্যদের অর্থবহ আলোচনা করার আহ্বান করেন।


তিনি বলেন, বাজেট অধিবেশন গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরো বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন।


এরপর স্পিকার ২১তম (বাজেট) অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেন। সভাপতিমন্ডলির সদস্যরা হচ্ছেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com