শিরোনাম
‘শ্রমিক কল্যাণ ফান্ডে রয়েছে ৩০০ কোটি টাকা’
প্রকাশ : ২০ মে ২০১৮, ২৩:৫৬
‘শ্রমিক কল্যাণ ফান্ডে রয়েছে ৩০০ কোটি টাকা’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রমিকের সন্তানেরা মেডিকেল-প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ৩ লাখ টাকা পাবে। এছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এই ফান্ডে বর্তমানে ৩০০ কোটি টাকা রয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮ কোটি ৮২ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।


রবিবার সচিবালয়ে কোম্পানির চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৮ কোটি ৮২ লাখ ৭ হাজার ৯৮৮ টাকার একটি চেক শ্রম ও কর্মসংস্থ্যান প্রতিমন্ত্রী মুজিবুল হকের নিকট হস্তান্তর করেন।


এসময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২২ কোটি টাকা বিতরণের পরও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে। এই টাকা থেকে দূর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে দেয়া হবে।


প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা সহায়তার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে থাকি।


২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, ২ কোটি টাকার বেশি মূলধনী প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে। বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে অর্থ সহায়তা দেয় সরকার।


চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানব সম্পদ বিভাগের প্রধান রুমানা রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


রুমানা রহমান বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সবসময়ই শ্রমিক কল্যাণ ফান্ডে এই অর্থ সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এই সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/খলিল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com